#Pravati Sangbad Digital Desk:
রাজ্যের অন্যতম তৃণমূল বিধায়ক তথা রাজ্যের বিপর্যয়ের মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ আহমেদ খানের ছেলের বিরুদ্ধে মামলা হল হাইকোর্টে।
জানা গিয়েছে, জাভেদ আহমেদ খানের ছেলে ফৈয়াজ খানের বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে। এমনকি নির্মাণে আলিপুর আদালত স্থগিতাদেশ জারি করলেও তা মানেননি কসবার ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফৈয়াজ খান। শেখ সাবির নামে এক যুবক হাইকোর্টে মামলা দায়ের করেছেন এবং এই বিষয়টি নিয়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
তপসিয়ার বাসিন্দা শেখ সাবির নামে ওই ব্যক্তির অভিযোগ, নিজের ক্ষমতা ব্যবহার করে ৭ কাঠা জমিতে অবৈধ নির্মাণ করেছেন জাভেদ খানের ছেলে। এর প্রতিবাদ করায় তাঁকে তুলে নিয়ে মারধর করে ফৈয়াজ খানের পোষা গুন্ডারা। এর পর আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
এব্যাপারে ফৈয়াজ খানের দাবি, ‘ব্যক্তিগত শত্রুতা থেকে তাঁকে হয়রান করতে এই মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই।’
আদালতে মামলা করায় গত প্রায় ১ সপ্তাহ ধরে বাড়ি ফিরতে পারছেন না শেখ সাবিরের পরিবারের পুরুষ সদস্যরা। এর পর আদালতে মামলার শুনানির তারিখ এগিয়ে আনার জন্য আবেদন করেন সাবিরের আইনজীবী ফিরদৌস শামিম। সেই আবেদনের ভিত্তিতে বুধবার মামলার শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি শম্পা সরকার।