#Pravati Sangbad Digital Desk:
রাজ্যে ফের বাড়বাড়ন্ত করোনা আক্রান্তের সংখ্যা। অন্যদিকে উদ্বেগ বাড়াচ্ছে উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা, রাজ্যের পঞ্চম সেন্টিনাল সার্ভেতে উঠে এসেছে এমনই ছবি। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যু হয়েছে ৫ জনের, যা রীতিমত ভাবাচ্ছে রাজ্যের স্বাস্থ্য কর্তাদের। বিগত কয়েক মাসে রাজ্যে অনেকটাই কমেছিল করোনা সংক্রমণ, উঠিয়ে নেওয়া হয়েছিল সমস্ত বিধিনিষেধ, কিন্তু আবারও একবার রাজ্যে অশনি সংকেত। বিগত কয়েক সপ্তাহে রাজ্যে বেড়েছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও, রাজ্যে ২৪ হাজারের গণ্ডি পেরিয়েছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা আবারও ছাড়িয়েছে আড়াই হাজারের গণ্ডি। রাজ্যে সংক্রমণের শীর্ষে কলকাতা তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে বলে সূত্রের খবর। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত জুন মাসে রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ছিল ১০ হাজারের কাছাকাছি যা জুলাইয়ের প্রথম সপ্তাহেই বেড়েছে কয়েকগুণ। রাজ্যের পাশাপাশি দেশের পরিসংখ্যানটাও ঠিক একই রকম, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১৩ হাজারের ওপর মানুষ, মৃত্যু হয়েছে ২০ জনের।
অনেক চিকিৎসক বলছেন ডেল্টা, ওমিক্রণের পরে এবার নতুন ভ্যারিয়েন্ট কাপ্পার হদিশ মিলেছে, তবে স্বস্তি দিচ্ছে হাসপাতালে ভর্তির সংখ্যা। বিশেষজ্ঞদের মতে, যারা করোনা ভ্যাকসিনের একটিও ডোজ নেননি, হাসপাতালে ভর্তি হচ্ছেন তারাই, তার পাশাপাশি তারা আরও জানিয়েছেন আগের ভ্যারিয়েন্ট গুলোর মত মারাত্মক আকার ধারণ করবে না করানোর এই নতুন প্রজাতি। ভাইরলজিস্টদের দাবি অবশ্য করোনা ধীরে ধীরে ইনফ্লুয়েঞ্জার আকার নেবে, মিশে যাবে সমাজের সাথে।