Flash News
Monday, September 22, 2025

ইংরেজি তো দূরের কথা বাংলাই জানেন না শিক্ষক! বহিস্কারের দাবিতে অনড় গ্রামবাসী।

banner

journalist Name : Suchorita Bhuniya

#Pravati Sangbad Digital Desk:

"বাংলা বানানে অজস্র ভুল, শিক্ষক বাংলা জানেন না" বিষয়টি নজরে আসতেই ঐ শিক্ষককে স্কুল থেকে সরানোর দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। এই ঘটনায় তারা এখানেই থেমে থাকেননি, স্কুলের গেটে তালাও লাগিয়ে দিয়েছে। সোমবার এমন ঘটনা ঘটেছে বাঁকুড়া ওন্দা থানার চড়ুইকুড়া গ্রামের চুড়ুইকুড়া প্রাথমিক বিদ্যালয়ে। পরিস্থিতি এমনটাই ঘোরালো হয়ে পড়ে যে স্কুলের বাইরেই দাঁড়িয়েছিলেন শিক্ষকেরা। গ্রামবাসীদের অভিযোগ স্কুলের শিক্ষক রাজীব কুমার একেবারেই অযোগ্য, বাংলা বানান ভুল বলেন, বাংলা পড়তেও পারেন না। বিষয়টি অনেকদিন আগেই অভিভাবকদের নজরে এসেছিল। সেই সময় তারা ওই শিক্ষককে সরানোর দাবি করেছিলেন, কিন্তু রাজীব কুমারকে সরানো হয়নি। তাই এই কঠিন পদক্ষেপ গ্রহণ করেছেন গ্রামবাসীরা। পরে অবশ্য ব্লক প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে তালা খুলে দিলে ফের চালু হয়েছিল পঠনপাঠন। গত বছরের জুলাইয়ে চড়ুইকুড় প্রাথমিক বিদ্যালয়ে সহশিক্ষক পদে যোগ দেন বাঁকুড়ার সোনামুখী ব্লকের ওই শিক্ষক। অভিভাবকদের দাবি , তিনি কাজে যোগ দেওয়ার পর শুরুর দিকে তেমন কিছু মনে হয়নি। পরে দেখা যায়, ছেলেমেয়েরা পরীক্ষার খাতায় সঠিক উত্তর লিখলেও কেটে দিচ্ছেন ওই শিক্ষক।
স্কুলের প্রধান শিক্ষকও বলছেন, “আমি ওঁকে দুটো ক্লাস করতে দিয়েছিলাম। ইংরাজি ক্লাস। একটি প্যাসেজের বাংলার মানে বলতে বলেছিল ছাত্ররা। ওঁ নাকি বলেছেন, হেড স্যারকে গিয়ে জিজ্ঞাসা করতে। ছাত্ররা আমার কাছে এ কথা এসে জানায়। আমি তো এই এক বছর দু’মাস ধরে দেখছি, কী আর বলব।” গ্রামবাসীদের দাবি যতক্ষণ পর্যন্ত ওই শিক্ষককে সরানো হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে। তাদের সঙ্গে সহমত স্কুলের প্রধান শিক্ষকও। তিনি জানিয়েছেন ওই শিক্ষকের ব্যাপারে তিনি স্কুল পরিদর্শক কে জানিয়েছিলেন। কিন্তু কোন কাজ হয়নি। কিন্তু অভিযুক্ত শিক্ষক রাজীব কুমার দাবি করেছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, "আমি কী করব, আমার নামে মিথ্যা কথা বললে। ওঁরা ষড়যন্ত্র করছেন। আমি ঠিকঠাকই পড়াই। আমার এখানে আর কিছু বলার নেই।"

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য শিক্ষা
Related News